Application software কী?

Application software কী?

অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বোঝায় যা মানুষকে কোন বিশেষ ধরনের কাজ সম্পাদনে সহায়তা করে। একটি কম্পিউটার সফটওয়্যার যেটা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এবং নির্দিষ্ট কাজ সম্পাদনা (এক বা একাধিক) করতে ব্যবহারকারীকে সহায়তা করে থাকে।

অনেকসময় অনেকগুলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার একত্র করে প্যাকেজ বা বান্ড্‌ল আকারে বিতরণ করা হয়। এগুলিকে সাধারণত অ্যাপ্লিকেশন সুইট (application suite) নামে ডাকা হয়। মাইক্রোসফট অফিসলিব্রেঅফিস, ইত্যাদি অ্যাপ্লিকেশন সুইটের উদাহরণ। একটি সুইটের বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলির ব্যবহারকারী ইন্টারফেস বা দৃশ্যমান রূপ সাধারণত একই রকম হয়ে থাকে যাতে ব্যবহারকারী একই পরিবেশে কাজ করার অনুভূতি পান এবং প্রোগ্রামগুলির একটির তথ্য অপরটিতে সহজে স্থানান্তর ও ব্যবহারেরও ব্যবস্থা থাকে। যেমন কোন স্প্রেডশিট অ্যাপ্লিকেশনে প্রস্তুত করা একটি স্প্রেডশিট সহজেই একই অ্যাপ্লিকেশন সুইটের ওয়ার্ড প্রসেসর অ্যাপ্লিকেশনের ডকুমেন্টে "এমবেড" বা গ্রথিত করে দেয়া সম্ভব।

এপ্লিকেশন সফটওয়্যার যে কম্পিউটার প্লাটফর্মে ব্যবহার করে তার উপযোগী করে বানানো হয় যাতে সেটা প্লাটফর্মের সাথে সহজে কাজ করতে পারে। এর অন্য উদ্দেশ্য হল প্লাটফর্মের কাজ করার ক্ষমতা ব্যবহার করে অথবা ঐ প্লাটফর্মের সিস্টেম সফটওয়্যারের ক্ষমতা ব্যবহার করে একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধন করা। কিছু কিছু সফটওয়্যার বিভিন্ন প্লাটফর্মে ব্যবহার উপযোগী করে বানানো হয় যেমন মাইক্রোসফটের মাইক্রোসফট অফিস।







এপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে ? এটি কয় প্রকার ও কি কি ? (what is application software in Bengali)


আমরা কিন্তু অনেকেই জানি  কম্পিউটার বা মোবাইল ডিভাইস চালানোর জন্য হার্ডওয়ার এবং সফটওয়্যার উভয়ের প্রয়োজন। এই দুটি অংশের মধ্যে যেকোনো একটি অংশ না থাকলে কম্পিউটার বা মোবাইল সঠিক ভাবে চলতে পারে না। তো আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি

তো সফটওয়্যার কে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে সিস্টেম সফটওয়্যার (System Software) এবং অপরটি হচ্ছে এপ্লিকেশন সফটওয়্যার (application software)। 

এপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে (application software meaning in Bengali) ?

এপ্লিকেশন সফটওয়্যার এমন এক ধরনের সফটওয়্যার প্রোগ্রাম যা ব্যবহার করে বিভিন্ন রকম চাহিদা পূরণ করে থাকে। এপ্লিকেশন সফটওয়্যার কে সংক্ষেপে আমরা অ্যাপ  বলে থাকি। এই সফটওয়্যার মূলত শেষ ব্যবহারকারীর জন্য নিদৃষ্ট কাজ করে থাকে।


আমাদের কম্পিউটার ফোন বা ট্যাব এ যে সমস্ত অ্যাপ রয়েছে সেই প্রত্যেকটি অ্যাপস গুলো একটি করে সুনির্দিষ্ট কাজ করতে পারে হতে পারে গান শোনা, গেম খেলা, ভিডিও দেখা বা ব্রাউজারে কোন কিছু সার্চ করা । প্রত্যেকটি অ্যাপস আলাদা আলাদা কাজ করে থাকে এই অ্যাপসগুলোকে আমরা এপ্লিকেশন সফটওয়্যার বলে থাকি। এই জন্য আমরা আবার ব্যবহারকারীরা ছোট ছোট চাহিদা পূরণ করার জন্য এপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে থাকি।



অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর উদাহরণ  বা এপ্লিকেশন সফটওয়্যার এর প্রকারভেদ (example of application software in Bengali)

এপ্লিকেশন সফটওয়্যার এর নাম বা এপ্লিকেশন সফটওয়্যার কয় ধরনের  সেগুলো নিম্নে আলোচনা করা হল


• Spreadsheet Software (স্প্রেডশীট সফটওয়্যার) : Google sheet, Microsoft Excel ইত্যাদি।

• Internet browser (ইন্টারনেট ব্রাউজার) : Google Chrome, Firefox, Opera mini ইত্যাদি।

• Word processing software (ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার) : MS word, notepad, Wordpad ইত্যাদি।


• Database software (ডাটাবেজ সফটওয়্যার) : MS access, Oracle ইত্যাদি।


• Multimedia software (মাল্টিমিডিয়া সফটওয়্যার) : media player, video player ইত্যাদি।


• Mobile application software (মোবাইল এপ্লিকেশন সফটওয়্যার) : মোবাইলে যে অ্যাপ গুলো আমরা ব্যবহার করে থাকে সেগুলো মোবাইল এপ্লিকেশন সফটওয়্যার।









 

No comments:

Post a Comment