SEO কী?
এসইও এর পূর্ণরূপ হচ্ছে “সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন”। সহজ কথায় আমরা যখন গুগল কিংবা অন্য যেকোন সার্চ ইঞ্জিনে কোন কিছু লিখে সার্চ দিই, তখন গুগল কিংবা ঐ সার্চ ইঞ্জিন কতগুলো রেজাল্ট দেখায়। সেখান থেকে আমরা আমাদের পছন্দমত লিংকে ক্লিক করে আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ভিজিট করে আমাদের দরকারি তথ্য খুঁজে পাই।

অর্গানিক এসইও এবং পেইড এসইও কি?
অর্গানিক এসইও বলতে বুঝায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সকল রকম নিয়ম আপনি যদি সুন্দর ভাবে অনুসরণ করেন তাহলে আপনার ওয়েবসাইটের পেজটা সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় দেখা যাবে। এবং পেইড এসইও ও বলতে বোঝায় আপনি গুগল কোম্পানি কে পেইড করবেন এবং আপনার পেজকে স্বাভাবিক সার্চ রেজাল্টের প্রথমে দেখাবে। আমরা অনেক সময় সার্চ করার পরে কিছু কিছু ওয়েবসাইটকে প্রথমে পাই যেগুলোর পাশে এড (Ad) লেখা থাকে এগুলো মূলত পেইড এসইও।
অন পেজ এসইও এবং অফ পেজ এসইও কি ?
অন পেজ এসইও তে আপনার ওয়েবসাইটকে সম্পূর্ণভাবে তৈরি করার জন্য যা কিছু প্রয়োজন হয় সবটুকুই এই অনপেজ এসইও এর মাধ্যমে করানো হয়। এবং অফ পেজ এসইও হল মূলত একটা মার্কেটিং অর্থাৎ আপনার ওয়েবসাইটকে সর্বস্তরে ছড়িয়ে দেয়ার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাই মূলত অফ পেজ এসইও।
- হোয়াইট হ্যাট এসইও
- ব্ল্যাক হ্যাট এসইও
এসইও করার ভিতরে দুইটা সেক্টর আছেঃ
হোয়াইট হ্যাট এসইও বলতে বোঝায় আপনার ওয়েবসাইটের জন্য গুগল নির্দেশিত গাইডলাইন কাজে লাগিয়ে আপনার ওয়েবসাইটটিকে র্যাংকের জন্য যেই নিয়ম অনুসরণ করবেন । অর্থাৎ এসইওর সকল সঠিক নিয়ম অনুসরণ করাই মূলত হোয়াইট হ্যাট এসইও। এবং ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে আপনি এসইওর সকল নিয়ম ভঙ্গ করে যেভাবে র্যাংক বৃদ্ধি করবেন ওটাই মূলত ব্ল্যাক হ্যাট এসইও। তবে বর্তমানে গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জন্য ব্ল্যাক হ্যাট এসইও ঠিকভাবে কার্যকর হয়না। এজন্য সবাই হোয়াইট হ্যাট এসইও অনুসরণ করে।
টেকনিক্যাল এসইও
একটি ব্লগ বা ওয়েবসাইটে এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) করার ক্ষেত্রে টেকনিক্যাল এসইও প্রথম আসে। টেকনিক্যাল এসইওর সাহায্যে, আপনার ওয়েবসাইটের বিষয়বস্তু খুব সহজে পড়া যায়। যার ফলে গুগলের ক্রলার খুব সহজে আপনার ওয়েবসাইট ক্রল করে বুঝতে পারে, যাতে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটকে একটি ভালো উচ্চমানের সাইট হিসেবে প্রদর্শন করে।
টেকনিক্যালি আপনার ওয়েবসাইটকে অপ্টিমাইজ করা কেই টেকনিক্যাল এসইও বলা হয়। যেমন, ওয়েবসাইটের গতি, সার্ভার কনফিগারেশন এবং ওয়েবসাইট সিকিউরিটি ইত্যাদি নিয়ে কাজ করা এবং সেগুলোর উন্নতি করাকে বলা হয় টেকনিক্যাল এসইও। বিশেষ করে টেকনিক্যাল এসইও হল আপনার সম্পূর্ণ ওয়েবসাইটের Structure উন্নত করার কৌশল।
টেকনিক্যাল এসইও এর মধ্যে যেসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে-
- ওয়েবসাইট আর্কিটেকচার – website architecture
- ওয়েবসাইটের গতি – website Speed
- নিরাপত্তা যেমন SSL – Security such as SSL
- ইনডেক্সিং – Indexing
- ক্রলবিলিটি – Crawlability
- ক্রলবিলিটি – Structured data
No comments:
Post a Comment